Home বাংলাদেশ বরগুনায় ধর্ষণের পর তরুণী হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

বরগুনায় ধর্ষণের পর তরুণী হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

831
0
SHARE

বরগুনার পাথরঘাটায় ধর্ষণের পর তরুণী হত্যার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। সম্মিলিত সামাজিক আন্দোলন, বরগুনা জেলা শাখার উদ্যোগে সোমবার দুপুরে বরগুনা প্রেসক্লাব চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়।
সভায় বক্তারা বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিৎ করতে হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- সম্মিলিত সামাজিক আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি সোহেলী পারভিন ছবি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশীদ, বরগুনা প্রেসক্লাব সভাপতি মো. জাকির হোসেন মিরাজ, বাংলাদেশ মহিলা পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি নাজমা বেগম, নারী নেত্রী মাহফুজা বেগম, খালেদা আক্তার সুইটি, হোসনে আরা হাসি, সাংবাদিক সোহেল হাফিজ, মুশফিক আরিফ প্রমুখ।

বরগুনার পাথরঘাটা উপজেলায় ধর্ষণের পর তরুণী হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই ছাত্রলীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দুই নেতা হলেন পাথরঘাটা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনাল দানিয়াল (২২) ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্ট (২১)।

এদিকে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পাথরঘাটা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার ছাত্রলীগ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। অন্য দুজন হলেন পাথরঘাটা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রায়হান (১৯) ও উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. মাহমুদ (১৮)। গত রোববার বিকেলে রায়হান ও মাহমুদ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এর আগে চলতি বছরের ১০ আগস্ট দুপুরে পাথরঘাটা কলেজের পশ্চিম পাশের পুকুর থেকে অজ্ঞাতনামা এক তরুণীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত ১২ আগস্ট পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা করে পুলিশ। সেই থেকে এ হত্যার রহস্য উদঘাটনে দীর্ঘ সময় ধরে লেগে থেকে এ মামলার রহস্য উদঘাটনে সক্ষম হয় পুলিশ।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.