Home ঢালিউড ছবির গল্পেও শাকিব খান আওয়ামী লীগের নেতা হতে পারবেন না

ছবির গল্পেও শাকিব খান আওয়ামী লীগের নেতা হতে পারবেন না

1429
0
SHARE

গতকাল মঙ্গলবার বাংলাদেশ সেন্সর বোর্ডে ছবিটির প্রদর্শন করা হয় শাকিব খান ও বিদ্যা সিনহা মিম অভিনীত চলচ্চিত্র ‘আমি নেতা হবো’। সদস্যরা ছবিটির বেশ কিছু অংশের ব্যাকগ্রাউন্ড মুছে দেওয়ার নির্দেশ দিয়েছেন সেন্সর বোর্ড।

বেশ কিছু দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ছবি ব্যবহার করা হয়েছে। উত্তম আকাশ পরিচালিত ছবিটির মূলত সেগুলোই সরানোর নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। জানিয়েছেন সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক নাসিরুদ্দিন দিলু।

কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ছবি ব্যবহার করা যাবে না—জানতে চাইলে দিলু বলেন, ‘ছবির দৃশ্যে দেখা যায় শাকিব খান নেতা হওয়ার জন্য মঞ্চে বক্তৃতা দিচ্ছেন। তাঁর পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ছবি ব্যবহার করা হয়েছে। কেউ যদি কোনো সিনেমার গল্পে রাজনীতি নিয়ে আসতে চান, তাহলে কোনো সমস্যা নেই। সরাসরি কোনো দলের পরিচয় দেওয়া যাবে না। কিন্তু ছবিতে এই জাতীয় নেতাদের ছবি ব্যবহার করায় মনে হচ্ছে, শাকিব খান বোধ হয় আওয়ামী লীগের নেতা হচ্ছেন। ছবিতে অদৃশ্য কোনো দলের নাম দিতে হবে আমাদের সেন্সর বোর্ডের নিয়ম অনুযায়ী । ’

‘এখন এই ছবির দৃশ্যগুলো মুছে ফেলতে কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। কারণ, এখন ডিজিটাল যুগ। চাইলেই এডিটিং করা সহজ।’

‘শাকিব খান আওয়ামী লীগের নেতা হতে পারবেন না। কিন্তু ছবির গল্পে শাকিব খান ছবিতে নেতা হতেই পারেন, যে কারণে আমরা এই ছবিগুলো মুছে ফেলার নির্দেশ দিয়েছি।’
‘আমি নেতা হবো’ ছবিটিতে শাকিব ও মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, কমল প্রমুখ।