Home ক্রিকেট সাকিব এবার ২ কোটি রুপিতে হায়দরাবাদের

সাকিব এবার ২ কোটি রুপিতে হায়দরাবাদের

1071
0
SHARE

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেনানী। অনেকগুলো মৌসুমই কাটালেন সেখানে। হয়ে উঠেছিলেন কলকাতার ঘরের ছেলে।
সেই ঘরের ছেলেকেই এবার ছেড়ে দিয়েছিল কলকাতা।
তাই নিলামেই নতুন ঠিকানা হলো তার। ২০১১ থেকে কলকাতার ফ্র্যাঞ্চাইজিতে খেলা সাকিবের ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি। যদিও নিলামে আরও ১ কোটি বেশি দিয়ে মোট ২ কোটি রুপিতে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ।
নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। শুরুতেই তার প্রতি আগ্রহ দেখায় সানরাইজার্স হায়দরাবাদ। পরে রাজস্থান রয়্যালস তার প্রতি আগ্রহ দেখিয়ে নিলামের ডাকে অংশ নেয়। তবে বেশিদূর এগোয়নি রাজস্থান। এতে দুই কোটি রুপিতেই তাকে পেয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ।

বাংলাদেশের মধ্যে আইপিএলে সবচেয়ে সফল সাকিব আল হাসান। বাংলাদেশের মুস্তাফিজ ও তামিমসহ, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও আবুল হাসান পাঁচজনকেও ধাপে ধাপে নিলামের জন্য ডাকা হবে।

প্রথম ডাকে ক্রিস গেইলকে নেয়নি কোনো দল। প্রথমবার আইপিএলের নিলামে নাম উঠিয়ে দল পাননি জো রুটও। তবে পরে আবার নিলামে উঠবে তাদের নাম।