Home ক্রিকেট অবশেষে স্বস্তির জয় রংপুরের

অবশেষে স্বস্তির জয় রংপুরের

1351
0
SHARE

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচটি ট্র্যাজিক অধ্যায় হয়ে থাকল নাসির হোসেন ও সাব্বির রহমানের ক্যারিয়ারে।
রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফীর একটি ওভারেই বাঁক নিয়েছে ম্যাচ। গত কয়েকটা ম্যাচে কোনো কিছুই পরিকল্পনামতো হচ্ছিল না রংপুর রাইডার্সের। গেইল-ম্যাককালামরা এলেও গত ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরেছিল মাশরাফির দল।
ম্যাচসেরার পুরস্কার জেতা গেইলের ৩৯ বলে ৫০ ও ব্রেন্ডন ম্যাককালামের ২১ বলে ৩৩ রানের ওপর ভর দিয়ে রংপুর নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ১৬৯ রান।
জবাবে ১৬২ রানে থেমে যায় সিলেটের ইনিংস। সাব্বির রহমান (৪৯ বলে ৭০) ও নাসির হোসেনের (৪৩ বলে ৫০*) হাফসেঞ্চুরি। ৪৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭০ রানের টর্নেডো ইনিংস খেলে ফেরেন সাব্বির। রান আটকে হারতে বসা ম্যাচ ৭ রানে জিতে নেয় রংপুর। আর শেষ ওভারে সিলেটের দরকার ছিল ১৯। মাশরাফি-রুবেল-পেরেরারা আঁটসাঁট বোলিং করতে থাকেন।
নাসির থাকার পরও এলো মাত্র ১১ রান।

রংপুরের হয়ে মাশরাফি ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। ৪ ওভারে ৩০ রান দেওয়া রুবেল হোসেনেরও অর্জন সমান উইকেট।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.