Home বাংলাদেশ বিশ্বজিৎ দাস হত্যা মামলার রায় আজ

বিশ্বজিৎ দাস হত্যা মামলার রায় আজ

1871
0
SHARE

বিশ্বজিৎ দাস হত্যা মামলার আপিলের শুনানির ওপর আজ রায় দেবেন হাইকোর্ট।

১৬ মে বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ) ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু হয়।

২০১৩ সালের ১৮ ডিসেম্বরে বহুল আলোচিত এ মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- শাকিল, নাহিদ, এমদাদুল হক এমদাদ, সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, রাজন তালুকদার এবং নূরে আলম লিমন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- , আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, মোশাররফ হোসেন ও কামরুল হাসান।

এছাড়া আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

২০১২ সালের ৯ ডিসেম্বর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ ক্যাডাররা নির্মমভাবে খুন করে বিশ্বজিৎ দাস কে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.