Home আন্তর্জাতিক মিসরে মসজিদে বোমা হামলায় ২৩৫ জন নিহত

মিসরে মসজিদে বোমা হামলায় ২৩৫ জন নিহত

2524
0
SHARE

শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর এসেছে । মিসরের নর্থ সিনাই প্রদেশে মসজিদে বোমা ও বন্দুক হামলায় অন্তত ২৩৫ জন নিহত হয়েছে। উত্তর সিনাই প্রদেশের এই মসজিদে জুমার নামাজের সময় করা ওই হামলায় আহত হয়েছেন শতাধিক মুসল্লি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বীর আল-আবেদ শহরের আল-রাওদা মসজিদে নামাজের সময় এ হামলা চালানো হয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, চারটি গাড়ি থেকে দুর্বৃত্তরা নামাজিদের ওপর হামলা শুরু করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ অন্যান্য বিশ্বনেতারা এই মর্মান্তিক হামলার নিন্দা জানিয়ে শোক গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া এই ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মিশরের সরকার।

২০১৩ সালের পর থেকে দেশটিতে ধর্মভিত্তিক সন্ত্রাসীদের হামলা বেড়েছে। মসজিদের ভেতরের ছবি থেকে হামলায় নিহতদের রক্তাক্ত অবস্থায় পড়ে মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে।
মিসরের বেসরকারি চ্যানেল এক্সট্রা নিউজ টিভি বলেছে, প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি হামলা নিয়ে আলোচনা করতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বসবেন।

তবে নিহতের সংখ্যায় দেশটির ইতিহাসের ভয়াবহতম হামলা। এর আগে ২০১৫ সালে ‍উত্তর সিনাই প্রদেশে একটি মেট্রোজেট প্লেন বিধ্বস্ত হয়ে ২২৪ জন নিহত হয়েছিলো।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.