Home জীবনযাপন কিডনি ফাউন্ডেশনের জাতীয় সম্মেলন রবিবার শুরু l

কিডনি ফাউন্ডেশনের জাতীয় সম্মেলন রবিবার শুরু l

2617
0
SHARE

কিডনি ফাউন্ডেশনের তিন দিনব্যাপি ১৩ম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার রবিবার ( ১৯ নভেম্বর) ঢাকায় শুরু হচ্ছে।ওই দিন সকাল সোয়া ৯টায় রাজধানীর মীরপুর-২এ (প্লট-৫/২, রোড-১, সেকশন-২,গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের কাছে) কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইন্সটিটিউটের কনভেনশন হলে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি জাতীয় অধ্যাপক আব্দুল মালিক। বিশেষ অতিথি থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক কামরুল হাসান খান, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান ও যুক্তরাজ্যের রয়াল লন্ডন হাসপাতালের কনসালটেন্ট ডা. স্ট্যানলি ফান।সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক কিডনি রোগ ও প্রতিরোধ, হেমোডায়ালাইসিস ও পেরিটোনিয়াল ডায়ালাইসিস, কিডনি সংযোজন প্রভৃতি বিষয়ক সেমিনারে আলোচনা করবেন। এতে দেশের তিন শতাধিক চিকিৎসক অংশ নেবেন।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.