Home বাংলাদেশ সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী চলে গেলেন চির বিদাই নিয়ে | বাংলাদেশবিনোদনসারাদেশ সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী চলে গেলেন চির বিদাই নিয়ে | By Fahad Ahmad - November 24, 2017 2635 0 SHARE Facebook Twitter ফাইল ছবি খ্যাতিমান সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি…..রাজিউন। বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী খবরটি নিশ্চিত করেন।