Home বাংলাদেশ চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি চামড়া শিল্পাঞ্চল গড়ে তোলা হবে :প্রধানমন্ত্রী

চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি চামড়া শিল্পাঞ্চল গড়ে তোলা হবে :প্রধানমন্ত্রী

875
0
SHARE
ফাইল ছবি
চামড়াশিল্পের জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সকালে তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করে তিনি এসব কথা বলেন ।
থিংক অ্যাহেড, থিংক বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ প্রদর্শনীর আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি)।
প্রধানমন্ত্রী বলেন: ২০১৬-১৭ অর্থ বছরে চামড়াখাত থেকে ১ দশমিক ২৩ বিলিয়ন ডলার রপ্তানি আয় করা সম্ভব হয়েছে। তাই চামড়া শিল্পকে বিকাশের জন্য সাভারে পরিবেশ সম্মত চামড়া শিল্প নগরী গড়ে তোলা হয়েছে। হাজারীবাগ থেকে সাভারে পরিবেশসম্মত শিল্প নগরীতে ট্যানারিগুলো সরিয়ে নেয়া হচ্ছে।
শেখ হাসিনা বলেন, শিল্প স্থানান্তরের প্রণোদনা হিসেবে সাভার ট্যানারি শিল্পাঞ্চল থেকে ফিনিশড চামড়া রপ্তানির ক্ষেত্রে ১০ শতাংশ নগদ সহায়তা দেওয়া হচ্ছে। চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা রপ্তানির ক্ষেত্রে ১৫ শতাংশ নগদ সহায়তা দেওয়া হচ্ছে।
চামড়া শিল্প স্থাপনে প্রয়োজনীয় মেশিনারি আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের রফতানি উন্নয়ন তহবিল থেকে স্বল্পসুদে সহজশর্তে ঋণ প্রদান করা হচ্ছে। এছাড়া রফতানি নীতি ২০১৫-২০১৮তে এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয়েছে। লেদার খাত বিজনেস কাউন্সিল গঠন করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে পৃথিবীর বিভিন্ন খ্যাতনামা ব্র্যান্ড বাংলাদেশী উদ্যোক্তাদের সঙ্গে যৌথভাবে চামড়াজাত পণ্য উৎপাদনের কাজ শুরু করেছে।
তিনি বলেন, চামড়া খাতে অধিক সহায়তা প্রদানের পেছনে রয়েছে এর অমিত সম্ভাবনা। খাতটি একদিকে একটি অত্যন্ত শ্রমঘন শিল্প যা বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানে ভূমিকা রাখতে সক্ষম; অন্যদিকে এর শতভাগ কাঁচামাল আমাদের দেশেই বিদ্যমান রয়েছে
তিনি বলেন: জাতির পিতা একটা যুদ্ধ-বিদ্ধস্ত দেশ গড়ার কাজে হাত দিয়েছিলেন। রিজার্ভ ছিল না। তখন দেশ ছিল ক্ষত বিক্ষত। কোন কোন পণ্য রপ্তানি করে সাফল্য অর্জন করা যায় সে পদক্ষেপ নিয়েছিলেন তিনি। তখন তিনটি পণ্যকে গুরুত্ব দেয়া হয়েছিল। এর মধ্যে একটি হলো চামড়া শিল্প। সে সময়, ১৯৭২-৭৩ অর্থবছরে চামড়া ১৬ দশমিক ১৮ মিলিয়ন ডলারে চামড়া এবং ১৮ হাজার ডলারের পাদুকা রপ্তানি করা হয়েছিল।
আইসিসিবির অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অন্যদের মধ্যে এলএফএমইএবির সভাপতি মো. শফিউল ইসলাম ও বিশিষ্ট উদ্যোক্তা সৈয়দ মঞ্জুর এলাহী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.