Home প্রযুক্তির খবর বিশ্বে ডিজিটাল বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে অগমডেক্স l

বিশ্বে ডিজিটাল বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে অগমডেক্স l

1009
0
SHARE

‘বিশ্বে ডিজিটাল বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে অগমডেক্স। আইসিটি ডিভিশন ১০০ স্ক্রাইব তৈরি করেছে। এর মধ্যে অগমডেক্স ২০ জনকে নিয়োগ দিয়েছে। ২০১৮ সালে অগমডেক্স আরো ৫০০ স্ক্রাইব নিয়োগ দেবে।’রবিবার রাতে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রভিত্তিক গুগল গ্লাস স্টার্টআপ ও স্বাস্থ্যসেবা কোম্পানি অগমেডিক্স বাংলাদেশে প্রথম ‘রিমোট মেডিকেল স্ক্রাইব’ ব্যাচের ডিগ্রি প্রদান এবং ‘অগমডেক্সি অ্যাচিভার্স নাইট’এ এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ২০২১ সালের মধ্যে আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই খাতে আমরা ২০ লাখ তরুণকে কর্মসংস্থানের সুযোগ করে দেবো।’

অনুষ্ঠানে জানানো হয়, খুব শিগগির স্বাস্থ্যসেবায় স্ক্রাইব পেশার বিপ্লব ঘটতে চলেছে। বাংলাদেশে এই পেশার ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মেচিত হতে চলেছে। শুধু তাই নয়, অগমেডিক্স দেশের অনেক তরুণ-তরুণীকে পৃথিবীর অনেক সেরা চিকিৎসকের সাথে কাজ করার সুযোগ তৈরি করে দিচ্ছে যা ভবিষ্যতে তাদের ক্যারিয়ারে অপার সম্ভাবনা দ্বার খুলে দেবে।

 

অ্যাওয়ার্ড নাইটটি যৌথভাবে আয়োজন করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এলআইসিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিএম বিভাগ।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.