Home অর্থনীতি সাড়ে বারো কোটি টাকার স্বর্ণ উদ্ধার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

সাড়ে বারো কোটি টাকার স্বর্ণ উদ্ধার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

2018
0
SHARE

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে ১৫টি স্বর্ণের বারসহ দুই কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। এ ঘটনা দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- এমএস ভূঁইয়া (৫১) বাড়ি চাঁদপুর কচুয়ায় ও সম্রাট সয়াল (২৫)বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীতে।

কাস্টমসের সহকারী কমিশনার তারেক মাহমুদ জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় কুয়ালালামপুর-ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই দুই যাত্রী শাহজালাল বিমানবন্দরে পৌঁছে। এদের মধ্যে ভূঁইয়ার লাগেজে থেকে ৫৫০গ্রাম স্বর্ণ পাওয়া যায়। একই সঙ্গে তার সহযাত্রী সম্রাটের পেটে স্বর্ণ বারের তথ্য মিলে। তারপর তাদেরকে উত্তরা বাংলাদেশ মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে স্প্রে করা হয়। এরপর সম্রাটকে একটি বিশেষ ওষুধ খাওয়ানোর পর পেট থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এই ১৫টি স্বর্ণের বারের ওজন দেড় কেজি।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.