Home ক্রিকেট প্রথম টেস্টের উইকেট দেখে স্বস্তিতে মুশফিকুর রহিম

প্রথম টেস্টের উইকেট দেখে স্বস্তিতে মুশফিকুর রহিম

1964
0
SHARE
Mushfiqur Rahim

মুশফিকুর রহিম ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্বস্তির কথা জানিয়েছেন। প্রথম টেস্টের উইকেট নিয়ে সবাই যখন চিন্তিত তখন বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সাউথ আফ্রিকায় খেলার জন্য এই সময়টায় খুব ভালো। আজকে দেখলাম উইকেট একটু শুকনো বেশি। অনেক মুভমেন্ট পাবে এমন না। ’

বিশ্রাম নেয়ায় সাকিবকে পাবে না বাংলাদেশ। মুশফিককে তাতে কিছুটা চিন্তিত মনে হল, ‘সাকিব না থাকায় আমাদের দুজনকে খেলাতে হবে। আমাদের চেষ্টা করতে হবে একজন অতিরিক্ত পেসার বা স্পিনার নিয়ে খেলতে পারি কিনা। সব ধরনের কম্বিনেশন নিয়েই চেষ্টা করা হচ্ছে।’

সাউথ আফ্রিকায় পা রেখে টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। মুশফিক বলছেন প্রস্তুতিতে তিনি খুশি, ‘গত ১০ দিনে ভাল অনুশীলন হয়েছে। সবাই ফিট আছে। সৌম্যর একটু সমস্যা, তো আশা করছি সেও ঠিক হয়ে যাবে।

ওয়ানডের পাশাপাশি বাংলাদেশ এখন টেস্টেও শক্তিশালী। দেশের মাটিতে ইংল্যান্ডকে হারানোর পর অস্ট্রেলিয়াকেও হারিয়েছে মুশফিকরা। সাম্প্রতিক ফলাফল ভালো হলেও মুশফিক বাস্তবতাটা মনে করিয়ে দিলেন, ‘আমরা কিন্তু টপ তিনের মধ্যে নেই যে যাব আর সবাইকে হারিয়ে দিব। আমরা লোয়ার টিম। ভাল খেলা বা জয় উপহার দেওয়ার জন্য আমাদের ২০০ ভাগ দিতে হয়। সেটার জন্য সবাই প্রাণপণ চেষ্টা করছে।’

সাউথ আফ্রিকা শক্তিশালী দল বলে মন্তব্য করে মুশফিক বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা গড়া আমাদের আসল ফোকাস। আমরা চাইব সেশন বাই সেশন খেলার।’

সবার শেষে মনে করিয়ে দিলেন সাকিব না থাকলেও তার কাছে আরেকজন ‘গ্রেট’ আছেন, ‘আমাদের কাপল অফ গ্রেট প্লেয়ার আছে। তাদের একজন তামিম ইকবাল। সাকিবকে আমরা মিস করব। কিন্তু যারা আছে তারা ভাল করবে।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.