Home ক্রিকেট দ্বিতীয় ইনিংসে বিরত্বের সাথে ঘূরে দারানোর চেষ্টা শ্রীলঙ্কার

দ্বিতীয় ইনিংসে বিরত্বের সাথে ঘূরে দারানোর চেষ্টা শ্রীলঙ্কার

1742
0
SHARE

কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা দুই উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে। এখনো প্রয়োজন ২৩০ রানের। প্রথম ইনিংসে ১৮৩ রান করে অলআউট হয়ে ফলোঅনে পরে শ্রীলঙ্কা।
দ্বিতীয় ইনিংসেও বেশ দ্রুত ফিরেছেন উপুল থারাঙ্গা।দ্বিতীয় উইকেট জুটিতে মেন্ডিস আর করুনারত্নে ১৯১ রানের জুটি গড়ে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন ভারতীয় বোলারদের। দিন শেষে আউট হওয়ার আগে মেন্ডিস করেছেন ১১০। আর অপর দিকে মেন্ডিস আউট হলেও করুনারত্নে দাঁড়িয়ে আছেন ৯২ রানে যা সেঞ্চুরি হতে মাত্র ৮ রান বাকি।২ রান করে করুনারত্নে সাথে আছেন মিলিন্দ পুষ্পকুমারা । ৮০ ওপর স্ট্রাইক রেট ১৭ টা বাউন্ডারিতে মেন্ডিস তুলে নেন তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি ১২০ বলে। অবশেষে মেন্ডিসরে পরিসমাপ্তি শেষ সেশনে পান্ডিয়ার বলে আউট হয়েছেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। এখন দেখার পালা শ্রীলঙ্কা কি এই বিরত্ব ধরে রাখতে পারে না কি প্রথম ইনিংসে রেকর্ড গড়া জাদেজা এর হাতে বন্ধী হবে । হয়তো আরও ভয়ংকর হয়ে উঠবেন জাদেজা-অশ্বিনরা । চতুর্থ দিনও যদি ব্যাটিং বীরত্বটা ধরে রাখতে পারে শ্রীলঙ্কা, তাহলে অসম্ভব কিছুই নয়।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.