Home টিভি এবার ঈদূল আযাহতে দর্শককে কাঁদিয়ে ছাড়ল ‘বড় ছেলে’ টেলিফিল্মিটি ।

এবার ঈদূল আযাহতে দর্শককে কাঁদিয়ে ছাড়ল ‘বড় ছেলে’ টেলিফিল্মিটি ।

2754
0
SHARE

ঈদ উপলক্ষে একটি টেলিফিল্ম ‘বড় ছেলে’। প্রতি ঈদে শত শত নাটক-টেলিফিল্ম প্রচার হয়। কিন্তু এর মধ্যে গুটিকয়েক আলোচনায় আসে, প্রশংসার জোয়ারে ভাসে। তরুণ নির্মাতা মিজানুর রহমান আরিয়ান নাটক-টেলিফিল্ম নির্মাণ করে এরই মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। এই টেলিফিল্মটি প্রচারের পর থেকে দর্শকমহলে হৈচৈ পড়ে গিয়েছে। প্রশংসায় ভাসছেন নির্মাতা, অভিনয়শিল্পী সবাই।

এক মধ্যবিত্ত পরিবারের বড় ছেলের ত্যাগ ও জীবন সংগ্রামের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘বড় ছেলে’ টেলিফিল্ম। বড় ছেলের চরিত্রে অভিনয় করেছেন টিভি পর্দার সফল অভিনেতা অপূর্ব। প্রেমিক চরিত্রে তাকে সবসময় দেখা গেলেও এই টেলিফিল্মে তার অভিনয়ে মুগ্ধ করেছে সবাকে। তার বিপরীতে অভিনয় করেছেন মেহজাবিন। মেহজাবিন অভিনয়ও ছিলো প্রশংসনীয়। এছাড়া টেলিফিল্মটির অন্যান্য চরিত্রগুলোও পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা আরিয়ান। বাস্তবধর্মী গল্প আর সবার অনবদ্য অভিনয় দর্শককে কাঁদিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া দেখে সহজেই বোঝা যায়, এই ‘বড় ছেলে’ কতটা সফল। প্রায় দর্শকই বলছেন, তারা এই টেলিফিল্ম দেখে কান্না আটকে রাখতে পারেননি। টেলিফিল্মটির ইউটিউব লিংকের কমেন্ট ঘরে তাকালেও প্রমাণ মেলে। ইউটিউব এর কমেন্ট ঘরে প্রায় সবগুলো মন্তব্যই এসেছে প্রশংসার এবং কান্নার কথা । অনেকেই বলছেন ‘বড় ছেলে’ এবারের ঈদের সেরা টেলিফিল্ম।

শুধু নাটকটিই নয়, একই সঙ্গে প্রশংসা পাচ্ছে টেলিফিল্মে ব্যবহৃত গানটি। সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সঙ্গীতায়োজনে মিফতাহ জামানের গাওয়া ‘তাই তোমার খেয়াল’ গানটি অন্যতম আকর্ষণ বলে মনে করছেন অনেকেই। এর কথা সুর ও গায়কী ছুঁয়েছে শ্রোতাদের মন। তাছারা টেলিফিল্মটির শেষ অংশে কথা দর্শকরা ভূলেত পারেছ না। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেষ অংশে ছিন নিয়ে হৈচৈ পড়ে গিয়েছে ।

সবমিলে একটি দুর্দান্ত টেলিফিল্ম নির্মাণের জন্য চারদিক থেকে সুনাম পাচ্ছেন মিজানুর রহমান আরিয়ান। এমনকি ‘বড় ছেলে’ টেলিফিল্মটির সিক্যুয়েল নির্মাণের জন্যও কেউ কেউ আরিনারের প্রতি অনুরোধ জানাচ্ছেন। সিডি চয়েসের ব্যানারে ‘বড় ছেলে’ প্রযোজনা করেছে ।

যারা এখন ও দেখেন নাই .. তারা হয়তবা কান্নাটা মিছ করবেন ।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.