Home আন্তর্জাতিক ব্রেকিং নিউজ … অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সরিয়ে নিল সু চির প্রতিকৃতি

ব্রেকিং নিউজ … অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সরিয়ে নিল সু চির প্রতিকৃতি

2255
0
SHARE
ব্রেকিং নিউজ ... কেড়ে নেয়া হচ্ছে

নিজেদের আঙিনা থেকে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতিকৃতি সরিয়ে নিয়েছে । বিশ্ববিদ্যালয়ের সেন্ট হিউজ কলেজে সু চির একটি প্রতিকৃতি ছিল।

বিবিসিসহ যুক্তরাজ্যের একাধিক গণমাধ্যম এ তথ্য দেয়।

সু চি ওই সেন্ট হিউজ কলেজ থেকেই ১৯৬৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে ওই কলেজ তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়।

বিবিসি সূত্রে জানা যায়, রোহিঙ্গা সংকট নিয়ে তীব্র সমালোচনার মুখে সেন্ট হিউজ কলেজ সু চির প্রতিকৃতি সরিয়ে নিল ।

কলেজটির কমিউনিকেশন বেনজামিন জোনস জানিয়েছেন, প্রতিকৃতিটি সরিয়ে নেওয়া হয় কলেজের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে ।

গত ২৫ আগস্ট থেকে রোহিঙ্গারা মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গাদের অভিযোগ সেনাবাহিনী সেখানে হত্যা, ধর্ষণ, আগুন জ্বালিয়ে দেওয়ার মতো অপরাধ করছে ।

তবে জাতিসংঘ বলেছে, মিয়ানমারে চলছে ‘জাতিগত নিধন’। প্রাণ বাঁচাতে গত এক মাসে চার লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সু চি এতকিছুর পরও রোহিঙ্গাদের বাঁচাতে বা পরিস্থিতি শান্ত রাখতে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেননি। রোহিঙ্গা ইস্যুতে সু চির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সু চি নির্যাতন ও হত্যাযজ্ঞের ব্যাপারে কোনো কথাই বলেননি নিজ দেশের সেনাদের বিরুদ্ধে ।

তবে সু চি ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.